শিরোনাম ::
গোপনে স্যার আমাকে প্রভা আপুর ভিডিও দেখিয়েছে : মিষ্টি জান্নাত মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত সিনেমার মেঘমল্লার কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান হেনার মেয়ের আবদার ফেলতে পারেননি বকুল! প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান প্রথম প্রেমিক প্রাক্তন নয়, সে আমার শত্রু সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩


বগুড়া, ২৬ জুলাই – বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া নারীর নাম রোকসানা আক্তার (২৭)। তিনি শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর নাম মাসুদ রানা (২৭)। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলার জিল্লুর হোসেনের ছেলে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ জুলাই) শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন রোকসানা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।

মাসুদ রানা বুধবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর আগে ৪-৫ দিন শহরের বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

ডা. যাকারিয়া রানা বলেন, রোকসানা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শজিমেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হন। তার অক্সিজেনের স্যারকুলেশন অনেক নেমে গিয়েছিল। ডেঙ্গু রোগী মাসুদ রানাও একেবারে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ জুলাই ২০২৩


আরো খবর: