বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফের হাসপাতালে ছুটলেন সাইফ, এবারও সঙ্গে নেই কারিনা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫


মুম্বাই, ১০ ফেব্রুয়ারি – গত মাসে আততায়ীর ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন। চিকিৎসার পর বীরদর্পে প্রত্যাবর্তন দেখে ফিসফাস শুরু করেন অনেকে। আবার অনেকে এ ঘটনাকে সাজানো বলেও আখ্যা দেন।

এমন আবহের মাঝে ফের হাসপাতালে ছুটলেন সাইফ আলি খান। মুম্বাইয়ের যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, সেখানেই গেলেন নায়ক।

রোববার কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢুকতে দেখা যায় সাইফকে। পরনে সাদা টি শার্ট। চোখে রোদচশমা। ব্যাকব্রাশ করা চুল। নিরাপত্তা বেষ্টনীতে হাসপাতালের ভেতর ঢুকলেন সাইফ। হামলার পর থেকেই যে সাইফের নিরাপত্তা বাড়ানো হয়েছে- তা দেখা গেল এদিন। তবে এদিনও সাইফের সঙ্গে দেখা যায়নি স্ত্রী কারিনা কাপুরকে।

অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন বিশ্রামে থাকার। মানসিক চাপ নেওয়া যাবে না, ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ এরও পরামর্শ ছিল। সেই চেকআপ এই জন্যই হাসপাতালে ছুটে গেলেন সাইফ।

আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফের হাসপাতালে ছুটলেন সাইফ, এবারও সঙ্গে নেই কারিনা first appeared on DesheBideshe.



আরো খবর: