বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

 

ফরিদপুরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় সুমন শেখ নামে এক এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় ২০১৮ সালের ১৫ আগস্ট রাতে ঘুমন্ত স্ত্রী মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী সুমন শেখ। এরপর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যান তিনি।

এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সুমন শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


আরো খবর: