শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রধান উপদেষ্টার সঙ্গে চরমোনাই পীরের বৈঠক শনিবার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে চরমোনাই পীরের বৈঠক শনিবার


ঢাকা, ০৪ অক্টোবর – দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারো আলোচনায় বসবেন। এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা সঙ্গে আলোচনায় বসবে।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামীকাল (শনিবার) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে অনুষ্ঠিতব্য সংলাপে ৬ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, প্রেসিডিয়াম অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও সিনিয়র সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ।

প্রঙ্গত, এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৪ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রধান উপদেষ্টার সঙ্গে চরমোনাই পীরের বৈঠক শনিবার first appeared on DesheBideshe.



আরো খবর: