শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রথমবারের মতো রিয়েলিটি শোতে মমতা ব্যানার্জি!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
প্রথমবারের মতো রিয়েলিটি শোতে মমতা ব্যানার্জি!


কলকাতা, ১৮ ফেব্রুয়ারি – পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দিদি নং ওয়ান’-এ প্রথমবারের মতো দেখা যাবে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের ২১ তারিখেই তাকে জি বাংলার জনপ্রিয় এই গেম শো-এর শ্যুটিংয়ে যেতে হতে পারে।

গত মাসেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন রচনা ব্যানার্জি। অনেকেই ভেবেও নিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে রচনাকে। তবে দান উল্টে দিয়ে মুখ্যমন্ত্রীকে ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে আসার আমন্ত্রণ দিলেন রচনা।

পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন দিদি মানেই দুজন। একজন মমতা এবং অন্যজন রচনা। এবার দুই দিদিকেই পর্দায় দেখতে পারবেন রাজ্যটির মানুষ। ঘটনাচক্রে দুজনেরই পদবি ব্যানার্জি।

সূত্র জানিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা ব্যানার্জির ‘দিদি নম্বর ওয়ান’ এর সেটে পৌঁছাবেন মমতা ব্যানার্জি। তবে ইনডোর কোনো স্টুডিও নয়, ওইদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ান-এর সেটে দেখা যাবে বাংলার দুই দিদির।

প্রথমবার মুখ্যমন্ত্রী রিয়েলিটি শো-এর আসরে। সেজন্য তার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ১৮ তারিখ মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি।

বর্তমানে গৃহিণীদের কাছে সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশন শো এটি। সেখানে মমতা অতিথি হিসেবে হাজির হবেন নাকি প্রতিযোগী হিসেবে তা জানা যায়নি। তবে দ্য ওয়ালের রিপোর্ট বলছে, শ্যুটিং সেটে মমতার নিরাপত্তা জোরদারে কোনো কমতি রাখতে চায় না পুলিশ-প্রশাসন। সব ঠিক থাকলে ২১শে ফেব্রুয়ারি রচনার শো-এ হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: