রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পোশাকে লেখায় ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫


নয়াদিল্লি, ১২ জানুয়ারি – স্কুলেই দশম শ্রেণির ৮০ জন ছাত্রীর জামা খোলানোর অভিযোগ উঠল প্রিন্সিপালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়। ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির একজন কর্মকর্তা শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

অভিযোগ, ছাত্রীদের শার্ট খুলে ব্লেজার পরে বাড়ি ফিরে যেতেও বাধ্য করা হয়েছে। ধানবাদ জেলা প্রশাসক (ডিসি) মাধবী মিশ্র জানান, শুক্রবার ধানবাদের জোড়াপোখর থানার অধীন দিগওয়াদিহ এলাকার একটি নামী স্কুলে এমন ঘটনা ঘটেছে।

অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার পরে দশম শ্রেণির ছাত্রীরা ‘পেন ডে’ উদযাপন করছিল এবং পরস্পরের শার্টে বার্তা লিখছিল। কিন্তু স্কুলের প্রিন্সিপাল ওই উদযাপনে আপত্তি জানান। এনিয়ে ছাত্রীরা প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। তবে এরপরেও ছাত্রীদের শার্ট খুলতে বলেন প্রিন্সিপাল।

অভিভাবকরা ডিসিকে জানান, ছাত্রীদের শার্ট ছাড়া ব্লেজার পরে বাড়ি পাঠানো হয়েছে।

মাধবী মিশ্র বলেছেন, অনেক অভিভাবক প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা ভুক্তভোগী ছাত্রীদের সঙ্গেও কথা বলেছি। প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।



আরো খবর: