শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বালু উত্তোলনে সেলু মেশিন জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় একটি সেলু মেশিন জব্দ করা হয়েছে। বৃহষ্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা ব্রিজ সংলগ্ন পয়েন্টে অভিযান চালিয়ে সেলু মেশিনটি জব্দ করে। সহকারী কমিশনার (ভুমি) রাহুল চন্দ এ অভিযান পরিচালনা করেন।

জানাগেছে,গত এক মাস ধরে মাতামুহুরী নদীতে বাঘগুজারা ব্রিজ সংলগ্ন পয়েন্টে সালাহ উদ্দিন নামের জনৈক ব্যক্তি সেলু মেশিন বসিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখে। একটি বালুখেকো সিন্ডিকেট এসব বালু উপজেলার বিভিন্ন প্রান্তে গাড়িযোগে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে তারা নিজেদের পকেট ভারী করছে।

সহকারী কমিশনার (ভুমি) রাহুল চন্দ বলেন,মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সেলু মেশিন জব্দ করা হয়।


আরো খবর: