বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় টইটং বিএনপি’র মত বিনিময় সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নাজিম উদ্দিন, পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি টইটং ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টইটং উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,বাহাদুর শাহ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল উদ্দিন হায়দার, টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড,এম মোছলেম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ও সাবেক এম ইউপি মনজুর আলম, মহিলা দলের নেত্রী জুবাইদা, ধর্ম বিষয়ক মাওলানা সাইফুল আজম প্রমুখ।

সঞ্চালনায় দায়িত্বে ছিলেন টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্নদ আজম।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে। গত ৫আগস্ট গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন ভারতে বসে তিনি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। গত ১৬ বছর এ ফ্যাসিষ্ট সরকার বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা মোকাদ্দামা দিয়ে হয়রানি করেছে। হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গুম করেছে। আ.লীগের দোসরারা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেতা সালাহউদ্দিন আহমদ এর জন্ম স্থান এখানে। পেকুয়ায় কোন অপরাজনৈতিক হতে দেওয়া হবেনা।
###


আরো খবর: