শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের হল রুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া স্টল পরিদর্শন করেন।
###


আরো খবর: