কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা মিয়াজীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম ওই এলাকার টমটম চালক শফিউল আলমের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার জানান, আজ (মঙ্গলবার) মরিয়ম বাড়ির উঠানে খেলছিল। এসময় তার মা রান্নাঘরে কাজ করছিল। কোনো একসময় সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে পেকুয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো.মোজাম্মেল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।