রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় ইক্বরা স্পোর্টস কার্নিভাল সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় ক্রীড়ার বিকাশে অন্য ইউনিয়নের চেয়ে টইটং এগিয়ে রয়েছে। বিশেষ করে টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ ক্রীড়া বিকাশে বেশ ভুমিকা রাখছে যা অত্যান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ইক্বরা কার্নিভালে বক্তারা ।  

পেকুয়া উপজেলার অন্যতম বিদ্যাপিঠ টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের বার্ষিক ইক্বরা স্পোর্টস কার্নিভাল ২০২৪ আসরের সমাপ্তি হয়েছে। গতকাল বিকেলে ঝাঁক জমকপূর্ণ আয়োজনে টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের মাঠে প্রাক্তণ ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আছিফুর রহমান হিরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাছির উদ্দিন। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন, টইটং এডুকেশন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।

এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এনামুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টইটং এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক ও টইটং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার জয়নাল আবেদীন, পাক্ষিক পেকুয়া’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ছফওয়ানুল করিম, গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জোবায়ের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, সংস্কৃতিকর্মী এফ এম সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজের মাঝে সুন্দর প্রতিযোগীতা সৃষ্টি করতে হবে।

এদিকে স্পোর্টস কার্নিভাল শেষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ইক্বরা স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। 
###


আরো খবর: