মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ার রাস্তায় সাতকানিয়ার নারীর মরদেহ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় রাস্তায় পড়েছিল এক নারীর মরদেহ। স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করলেও পরিচয় শনাক্ত করা যাচ্ছিলো না। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট ওই নারীর পরিচয় মেলে।
পুলিশের তথ্যানুযায়ী, ওই নারীর নাম আমেনা বেগম। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি ওই এলাকার নূর আহমদের মৃত মাবিয়া খাতুনের মেয়ে।

বুধবার দুপুর ১২ টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। যতটুকু জেনেছি মহিলাটি মানসিক বাক প্রতিবন্ধী ছিল। স্থানীয়রা জানিয়েছেন ১৫-২০ দিন ধরে ওই মহিলাকে ঘোরাফেরা করতে দেখেছি। অসুস্থ হয়ে হয়তো মারা গেছেন সড়কে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরহাদ আলী বলেন,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ও সিআইডি তদন্ত করেছেন। মরদেহের আঙুলের ছাপ নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে পরিচয় 0হওয়া গেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।


আরো খবর: