শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নাজিম উদ্দিন,পেকুয়া :: সরকারি বাগানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।

মঙলবার বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম (৭০) একই ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন বলেন,চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগান সৃজনের কাজ চলছিল।

নিহত জাফর আলমসহ আমরা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনটি বন্যহাতি সামনে পড়ে।

এসময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন,২০২১-২২ অর্থ বছরের হলদিয়ারঘোনা এলাকায় বাগানে চারা রোপন কাজ চলছিল।

জাফর আলম বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন।

ইউএনও ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: