বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় জমি বিক্রির টাকা নিয়ে উধাও ভাতিজা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:;

জমি বিক্রির দুই লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে কলিম উল্লাহ নামের এক ব্যক্তি। কলিম উল্লাহ উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে। ভুক্তভোগী গিয়াস উদ্দিন একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তাঁরা আপন চাচা-ভাতিজা। বুধবার দুপুরের দিকে পেকুয়া সাব-রেজিস্ট্রি অফিস থেকে আমানতে রাখা টাকা নিয়ে পালিয়ে যায় কলিম উল্লাহ।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, আমরা চার ভাই বোন ১২শতক জমি বিক্রি করি। ক্রেতা নাছির উদ্দিন আমাদের আপন ভাই। সে সৌদি প্রবাসি। কলিম উল্লাহ আমার আপন ভাতিজা। তাঁর পিতা শাহাব উদ্দিন ও আমার জমি বিক্রির মধ্যস্থকারী কলিম উল্লাহ। বুধবার দুপুরে জমি কবলা সম্পাদন হয়েছে। এর আগে জমি বিক্রির অগ্রিম দশ হাজার টাকা গ্রহন করি। দুই শতক জমির বাকি পঞ্চাশ হাজার টাকা কবলা সম্পাদের দিন পরিশোধ করার কথা ছিল। বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করে দেওয়ার কথা বলে সে সটকে পড়ে।
তিনি আরো বলেন,শুধু আমার পঞ্চাশ হাজার টাকা নয়,তাঁর পিতার জমি বিক্রির দেড় লক্ষ টাকাও নিয়ে কৌশলে রেজিস্ট্রি অফিস থেকে মোটর সাইকেল যোগে পালিয়ে যায় কলিম। ভাতিজা হিসেবে তাকে বিশ্বাস করেছি। টাকা দিচ্ছি, দিব বলে সে প্রতারণার আশ্রয় নিয়েছে। দুপুরে খাবার খেতে পেকুয়া বাজারে একটি হোটেলে আমাদের দু’ঘন্টা বসায় রেখেছে। কিন্তু তাঁর কোন হদিস নেই। পরে মোবাইলে কল দিলে অন্যজন তাঁর ফোন রিসিভ করে। বিশ্বাস করাটাই আমার অপরাধ হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত কলিম উল্লাহ জানান, চারজনের টাকাই পরিশোধ করা হয়েছে। টাকা না নিয়ে কেউ জমি রেজিস্ট্রি দেয় নাকি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।


আরো খবর: