শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুত্র জয়কে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩


ঢাকা, ২৯ মার্চ – গতকাল ২৮ মার্চ ছিল দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে ফোন কল, এসএমএস কিংবা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নায়ক। এদিকে গুলশানের বাসায় পুত্র আব্রহাম খান জয়কে নিয়ে কেক কাটেন এই নায়ক।

এ সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এদিকে অপু বিশ্বাস তার ফেসবুকে জয়ের সঙ্গে কেক কাটার ছবি প্রকাশ করে লিখেছিন, একজন বাবা ও পুত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। যখন জন্মদিনে তাদের পোশাকের মিল থাকে।

 

শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।

১৯৭৯ সালের (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা রাখলেন তিনি। ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে।

আইএ/ ২৯ মার্চ ২০২৩


আরো খবর: