মস্কো, ২৩ জুলাই – চরমপন্থার অভিযোগে ইগর গিরকিন নামে রাশিয়ার সাবেক এক সেনা কমান্ডারকে গ্রেফতার করেছে মস্কো। তিনি ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত দনবাস শহরের কমান্ডার ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কট্টোর রুশ জাতীয়তাবাদের সমর্থক ‘স্ট্রিলকভ’ নামে পরিচিত ছিলেন।
শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আলেকজান্ডার মলখোভ ও তার স্ত্রী মিরাস্লোভা রেগিনিস্কায়া।
গিরকিনকে গ্রেফতারের দিন বিকালে মেশচানিস্কি আদালতে হাজির করা হয়। আদালত তাকে বিচার চলার সময় পর্যন্ত দুই মাসের জন্য কারাগারে পাঠান।
সাবেক এ সেনা কমান্ডার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সদস্য ছিলেন। অবসরের পর তিনি একটি টেলিগ্রাম চ্যানেল খোলেন। সেখানে তিনি দ্রুত জনপ্রিয়তা পান এবং চ্যানেলটিতে তার ৯ লাখ অনুসারী ছিল।
রাশিয়ার সেনাবাহিনীর প্রধানদের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা ও ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য তিনি পরিচিত ছিলেন।
আল জাজিরার খবর অনুসারে, ইগর গিরকিন প্রসিদ্ধ রুশ জাতীয়তাবাদী হিসেবে খ্যাত। পুতিন এবং সেনাবাহিনী ইউক্রেনে আরও কঠোরভাবে এবং কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। এরপর রুশ তদন্তকারী দর তাকে গ্রেফতার করেছে।
সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ২৩ জুলাই ২০২৩