বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পিকআপের তেলের ট্যাংকে মিললো ৩৯ হাজার ইয়াবা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ মে, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে বাবার হাতে থাপ্পড় খেয়ে অভিমান করে ফাতেমা ইসলাম (২০) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মধ্য মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই এলাকার পার্শ্ববর্তী সিরাজগঞ্জ কাজিপুরের ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন ফাতেমাকে তার বাবা বাড়ির একটি কাজ করতে বলেন। কিন্তু কাজটি করতে অস্বীকৃতি জানালে, তার বাবা রাগ করে তার গালে একটি থাপ্পড় মারেন। এরপরই মেয়েটি অভিমান করে বিষপান করে।

বিষয়টি জানাজানি হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, সরেজমিনে যাওয়ার পর মরদেহ তারাকান্দি তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বুধবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


আরো খবর: