শিরোনাম ::
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পালিয়ে বাংলাদেশে বিজিপির আরও ১১ সদস্য

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মিয়ানমারের চলমান সংঘাতের জেরে বিজিপির আরও ১১ সদস্য পালিয়ে এসেছেন। এ নিয়ে শুক্রবার মোট ২৪ জন বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার বিকালে টেকনাফের ঝিমংখালীর সীমান্ত দিয়ে তিনজন এবং নাইক্ষ্যংছড়ির হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে আটজন নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান।

ভোরে টেকনাফের নাফ নদী দিয়ে বিজিপির ১৩ সদস্য এসে বাংলাদেশ কোস্ট গার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেন।

এ নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা মোট ২৮৫ বিজিপি সদস্য এখন বিজিবি-১১ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনে আশ্রয়ে রয়েছে।

বিজিবি জানায়, ২৮৫ জনের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও সেনা সদস্যও রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিলেন মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ৩৩০ সদস্য। ১৫ ফেব্রুয়ারি তাদের সবাইকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।


আরো খবর: