শিরোনাম ::
রাজশাহীকে ৮০ রানে গুটিয়ে বিশাল জয় চিটাগংয়ের টেকনাফে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় আসামী হলেন বড় ভাইসহ ৪ জন : মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন উলিপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলি আটক মহেশখালীতে পুলিশের অভিযান সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪ মানবপাচারে গ্যাংস্টার-পুলিশের ভয়ানক জাল, জড়িত উখিয়া-টেকনাফের পাচারকারী মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখা দু’টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে নোঙর টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু যা করলে সহজেই কাছে আসবে মেয়েরা! সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিসুল হক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী নদীসহ ৪ জনের দুই দিনের রিমান্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ১৫ ডিসেম্বর – সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীসহ ৪ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এআইইউব বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ মাসুদ আসামিদের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর পান্থপথের আল বারাকা রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহারনামীয় ও অজ্ঞাতানামা ১০০/১৫০ জন আসামিরা একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করেন। তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। এছাড়া তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে।

আবেদনে আরও বলা হয়, সরকার থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও তাদের মিছিল করার উদ্দেশ্যে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য কি কি ষড়যন্ত্র করছে, কোথায় কোথায় তাদের আরও মিছিল করার সম্ভবনা আছে, তাদের অর্থের যোগানদাতা, কোথায় থেকে জনবল সংগ্রহ করা হয়, তাদের ব্যবহৃত ব্যানার উদ্ধার, অন্যান্য এজাহারনামী পলাতক আসামি অবস্থান সনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ, অবস্থান নির্নয় ও গ্রেপ্তার করা, মামলার মূল রহস্য উদঘাটন করার লক্ষ্যে তাদের ব্যাপক ও গভীরভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২৪



আরো খবর: