শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩


ঢাকা, ১৭ মে -বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি। তবে দেশটির বর্তমান রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনা মন্তব্য করতে চান না।

আজ বুধবার নর্থ-সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর: বাংলাদেশ, জাপান, ভারতের ত্রিপাক্ষিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় জাপানের রাষ্ট্রদূত এ কথা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘আমি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না।’

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, ‘জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর রাখেন জানিয়ে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘কূটনীতিকরা যে দেশে কাজ করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খোঁজ-খবর রাখে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজ-খবর রাখতাম। আমি যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতাম। এটি খুবই স্বাভাবিক।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ মে ২০২৩


আরো খবর: