মুম্বাই, ০৬ জুলাই – ৯ থেকে ৯০, পুরুষ থেকে নারী- সব বয়সিরাই বলিউড কিং খান শাহরুখের ভক্ত। এমনকি বলিউডের নারী তারকারাও তার অনুরাগী। এবার সেই নারীদের মন জয় করার উপায় জানালেন বলিউড তারকা।
শাহরুখ খানের সিনেমার শুটিংয়ে সহ-অভিনেত্রী কিংবা সিনেমার প্রচারেও দেখা গেছে তিনি নারীদের সম্মান করেন। নারী ভক্তদের সঙ্গেও তার ব্যবহার চোখে পড়ার মতো।
এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘এটা ঠিক আমি জানি কীভাবে প্রেম করতে হয়। নারীরা আমায় কেন পছন্দ করেন, সেটিও আমি বুঝে গেছি। এর কারণ আছে। আমি ভালোবাসা আদায় করি। তাদের মন জয় করি, করতে পারি। এর মূলমন্ত্র, যেকোনো বয়সের নারীর সঙ্গেই আমার দেখা হোক না কেন, আমি তাদের এত সম্মান দিই যে সবাই আমায় ভালোবেসে ফেলেন।’
শাহরুখের ভাষ্য, ‘সারা জীবন আমি প্রচুর মানুষের সঙ্গে মিশেছি। মেয়েদের সঙ্গে গল্প করেছি। নেচেছি, কবিতা বলেছি, মজা করেছি এবং মজার মজার কথা বলেছি। তবে আমার প্রতি অনুরাগের কারণ এটি নয়। কিংবা আমার চেহারার জন্য তো নয়ই; বরং নারীদের সম্মান দিই, এই একটি কারণে যে তারা আমায় পছন্দ করেন।’
শাহরুখের মতে, নারীরা শুধু সম্মানই পেতে চান, সম্মান পেলে তবেই নারীর সম্মান মেলে, ভালোবাসা মেলে।
শাহরুখ বলেন, ‘হতেই পারে তাদের জৈবিক চাহিদা রয়েছে। কিন্তু নারীরা পুরুষের কাছ থেকে সম্মানটা সবচেয়ে বেশি আশা করেন। আমি সেটাই দেওয়ার চেষ্টা করি।’
আইএ/ ০৬ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নারীদের মন জয় করার মন্ত্র জানালেন শাহরুখ first appeared on DesheBideshe.