শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাগরিকদের দ্রুত মিশর ও জর্ডান ছাড়ার নির্দেশ ইসরায়েলের

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
নাগরিকদের দ্রুত মিশর ও জর্ডান ছাড়ার নির্দেশ ইসরায়েলের


জেরুজালেম, ২১ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের উত্তেজনা আরও ছড়িয়ে পড়তে পারে। এমন ধারণা থেকে নাগরিকদের যত দ্রুত সম্ভব মিশর ও জর্ডান ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়া তুরস্কে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপে ভ্রমণ না করার জন্য বলা হয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে মিশর ও সিনাই উপত্যকা এবং জর্ডানে ভ্রমণের ব্যাপারে চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় নিরাপত্তা কাউন্সিল।

এছাড়া মরক্কোতে ভ্রমণে ৩ নম্বর সতর্ক সংকের জারি করা হয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণেও সতর্ক করা হয়েছে।

ইসরায়েলের স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ফলে বিশ্বের অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

এদিক দুই সপ্তাহের ক্রমাগত হামলায় গাজায় ৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে ১৪০০ নাগরিক নিহত হয় হামাসের হামলায়।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশসহ আরব বিশ্ব ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছে। যা ইসরায়েল ও ইহুদিদের স্বার্থের পরিপন্থি।

তুরস্ক থেকে ইসরায়েলের সকল কূটনীতিককে সরিয়ে নেয়ার একদিন পর এমন নির্দেশনা দিল তেল আবিব।

ওই বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের তুরস্কে, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া রয়েছে- মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ অক্টোবর ২০২৩





আরো খবর: