শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরা ও উপ-পরিচালক বৃন্দ।
মঙ্গলবার (১১ অক্টোবর)-দুপুরে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কার্যালয়ে নব-নিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এর সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরা এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ কালে শেড এর চলমান বিভিন্ন কর্মকান্ড আরআরআরসিকে অবহিত করা হয়।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইউনিসেফ, ডাব্লিউএফপি, আইওএম এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সাথে পার্টনারশীপে শেড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম বিশেষ করে জরুরি পুষ্টিসেবা, ওয়াশ, রেলনেট ও কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিদর্শন করার আমন্ত্রণ জানানো হয়।
শেডের সকল কার্যক্রমে আরআরআরসি অফিসের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন শরনার্থীর ত্রাণ ও পূর্নবাসন কমিশনার মিজানুর রহমান।
এই সময় শেড এর নির্বাহী পরিচালকের সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক শওকত আলী, আব্দুল মন্নান, উৎপল কুমার চৌধুরী, জিয়াউর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা ও ডকুমেন্টেশন অফিসার সাফওয়ান মাহমুদ।