বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নতুন এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে ইসির নির্দেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২৪ ডিসেম্বর – ভোটার তালিকার পুনর্বিন্যাস করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নতুন গঠিত এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এরইমধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

নির্দেশনায় বলা হয়েছে, অতি শিগগিরই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নবগঠিত ও পুনর্গঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার এলাকা বিভক্তির গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকার পুনর্বিন্যাস করতে হবে। ফলে কোনো নির্বাচনী এলাকার বা ভোটার এলাকার প্রশাসনিক সীমানা পুনর্গঠন হয়ে থাকলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগেই সীমানা পুনর্গঠনের গেজেট অনুযায়ী নির্বাচনী এলাকা বা ভোটার এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন।

এই অবস্থায়, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করার আগে নবগঠিত ও পুনর্গঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত কোনো কার্যক্রম থাকলে তা দ্রুত সম্পন্নের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নতুন এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে ইসির নির্দেশ first appeared on DesheBideshe.



আরো খবর: