মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নচিকেতা ও রচনা পেলেন ‘মহানায়ক সম্মান’

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
নচিকেতা ও রচনা পেলেন ‘মহানায়ক সম্মান’


কলকাতা, ২৫ জুলাই – মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবস ছিল বুধবার (২৪ জুলাই)। এদিন দক্ষিণ কলকাতার আলিপুরের এক প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে এবার মহানায়ক সম্মান পেলেন তৃণমূল সাংসদ সদস্য, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও গায়ক নচিকেতা চক্রবর্তী। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ‘মহানায়ক সম্মান’ দেয়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই অনুষ্ঠানে তাদের পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও বিশেষ সম্মান দেয়া হয়। এছাড়া অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র পেয়েছেন বিশেষ চলচ্চিত্র সম্মান। এসময় তাদের হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে তিনি তার বক্তব্যে বলেন, আমরা এই রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে চালু হয় এই সম্মান প্রদান অনুষ্ঠান। আমি যতদিন থাকব, ততদিন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মান প্রদান অনুষ্ঠান চলবে।

আইএ/ ২৫ জুলাই ২০২৪





আরো খবর: