বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ধানমন্ডি ৩২ নিয়ে পিনাকীর আহ্বান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫


আওয়াজ তোলেন, থাকবে না ৩২ নাম্বার, থাকবে না, ইনকিলাব জিন্দাবাদ সাম্প্রতিক ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে একটি বিতর্কিত পোস্ট করেছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।


বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।



আরও পড়ুন: ২য় ধাপের আখেরি মোনাজাত আজ


পোস্টে লিখেছেন, কাডাল রানী লাইভে যাবে যখন তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার। লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন, থাকবে না ৩২ নাম্বার, থাকবে না, ইনকিলাব জিন্দাবাদ।


পিনাকীর এই আহ্বানের পেছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে, তা নিয়ে বিভিন্ন মহলে তর্ক-বিতর্ক চলছে। অনেকে মনে করেন, তিনি এখানে একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন। অন্যদিকে, অনেকে মনে করেন, তিনি জনগণকে একত্রিত করার চেষ্টা করছেন।


পিনাকীর এই পোস্টের ফলে ধানমন্ডি ৩২ নম্বর আবারো আলোচনায় এসেছে। এই স্থানটি বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানটি বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।


আরও পড়ুন:


পিনাকীর এই আহ্বানের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এই আহ্বানকে সমর্থন করছেন, আবার অনেকে বিরোধিতা করছেন।


সান নিউজ/এমএইচ



আরো খবর: