সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দ্বিতীয় দিনেও সুইডিশ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস-এর নেতৃত্বে সুইডেন দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্বিতীয় দিনের মতো উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা স্টিভেনসন এবং নিরাপত্তা সমন্বয়ক মিস কার্ল বার্গস্ট্রম।

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-০৪ এক্সটেনশনে লার্নিং সেন্টার এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্টপ স্ট্যাবিলাইজেশন প্রকল্প পরিদর্শন করেন।

পরে দলটি ক্যাম্প-০৫-এ রোহিঙ্গা নারীদের সাথে আলোচনার সভা পরিদর্শন ও ICLA প্রকল্প ঘুরে দেখেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন।

এছাড়াও প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ক্লাস পাড়ায় অবস্থিত কৃষকের পণ্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। রাষ্ট্রদূত নিকোলাস উইকস এই উদ্যোগকে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক উল্লেখ করে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন।

এই পরিদর্শন রোহিঙ্গা ক্যাম্পের চলমান কার্যক্রম এবং স্থানীয় কৃষি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে।

উল্লেখ্য, আগের দিন ১৮ই নভেম্বর প্রতিনিধি দলটি ক্যাম্প-৪-এর এ/১ ব্লকের ইউএনএইচসিআর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর পরিচালিত জীবিকা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়াও তারা ক্যাম্প-৮ ইস্টের নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার ও ক্যাম্প-১৮-এর রোহিঙ্গা মেমোরিয়াল কালচারাল সেন্টার (RCMC) ও ক্যাম্প-২০-এর আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন করেন।
####


আরো খবর: