বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দোহাজারী-কক্সবাজার লাইনের ক্ষতি সামান্য, ট্রেন চলবে অক্টোবরেই: রেল সচিব

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

বন্যায় দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পে যে ক্ষতি হয়েছে তাকে সামান্য বলছে রেল মন্ত্রণালয়। সকালে চট্টগ্রামে, রেললাইনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রেল সচিব মো. হুমায়ুন কবির।

পরিদর্শন শেষে রেল সচিব মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আপনারা দেখেছেন মাত্র ৫০০ মিটারের মতো জায়গা। কিছুটা একটানা কোথাও। মুল যে লাইনের স্ট্রেনথ সেখানে কোথাও কিন্তু হয়নি। এজন্য আজ সরজমিনে দেখতে এসেছি যে মনে হচ্ছিলো পত্রিকায় দেখে যে ভেঙ্গে ভেসে গিয়েছে। এরকম কিন্তু না।’

রেল সচিব বলেন, ‘নতুন করে রেললাইন সংস্কারের জন্য প্রকল্প ব্যয় বাড়বে না। সামনে বন্যা ঠেকাতে প্রয়োজনে আরও ব্রীজ ও কালভার্ট তৈরি করা হবে। পরিকল্পনা অনুযায়ী অক্টোবর মাসেই প্রকল্পের উদ্বোধন এবং ট্রেন চলাচল শুরু হবে আশা করছি।’

সেপ্টেম্বরে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চালু নিয়ে শঙ্কা সেপ্টেম্বরে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চালু নিয়ে শঙ্কা
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন নির্মান প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আগামী জুনে। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পটির ৮৭ ভাগ কাজ। আগামী সেপ্টেম্বর থেকেই এই পথে ট্রেন চলাচল শুরু হবার কথা।


আরো খবর: