শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে: শিক্ষা উপমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩
দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে: শিক্ষা উপমন্ত্রী




উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার (২৫ জুন) স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে এ বছর মোট ১৪৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী সম্পন্ন হয়েছে।

‘আগামীর জন্য একতাবদ্ধ’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে  সনদপ্রাপ্তদের মধ্য থেকে ১৪ জন ‘হাই অনার’, ১২ জন ‘অনার’ এবং  ১২ জন বিভিন্ন সাবজেক্টে অসাধারণ কৃতিত্বের সনদ লাভ করে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তরা সিনিয়ার শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ ও হেড অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জাহীন আর রহমান ও মুনশাতিয়া ইসলাম মেরি। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









আরো খবর: