রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় যাচ্ছেন-হানিফ বাংলাদেশি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ জুন, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

৫০বছর ধরে চলমান “দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে বদলে যাও বদলে দাও”স্লোগানে এবার যাত্রা শুরু করলেন টেকনাফ পৌরসভা জিরো পয়েন্ট এলাকা থেকে।প্রতিদিন তিনটি উপজেলা প্রদক্ষিণ করে আগামী ২০২৩সালের মে মাসে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় এ কর্মসূচি সমাপ্ত করার কথা রযেছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো কায়সার খসরুর অফিস সহকারি হাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি তুলে দেন হানিফ বাংলাদেশি।

তিনি ৬৪জেলা ও ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিবেন।

নোয়াখালীর জাহানাবাদ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মো হানিফ।তিনি সকলের কাছে ‘হানিফ বাংলাদেশি’ নামেই পরিচিত।১৯৯৯সালে নোয়াখালীর বুলুয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।পরে তিনি লেখাপড়া ছেড়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন।প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে এই প্রচারণা চালাচ্ছেন।গত কয়েকবছর ধরেই তিনি বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছেন।

এ প্রসঙ্গে হানিফ বাংলাদেশি বলেন,সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সর্বক্ষেত্রে সামাজিক পারিবারিক মানবিক মূল্যবোধ চরম অবক্ষয় চলছে।ভোট,গণতন্ত্র,আইনের শাসনের উপর পূর্বের সরকারে যারা ছিল।সে সময়েও নগ্ন হস্তক্ষেপ হয়েছে।ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার হয়েছে।সামাজিক, মানবিক, পারিবারিক মূল্যবোধর অবক্ষয় পূর্বেও ছিল।এখন আরও চরম আকার ধারণ করেছে।

দেশের কৃষক উৎপাদন শীল,শ্রমিকেরা পরিশ্রমী, ছাত্র-যুবকেরা মেধাবী কিন্তু দুর্বৃাত্তায়িত রাজনীতি সকল অর্জনকে ব্যাহত করছে।এতো সম্ভাবনা থাকার পরেও দেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু এগিয়ে যাচ্ছে না।দেশে অবকাঠামো গত অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু মানবিক মূল্যবোধের পতন হচ্ছে।

সম্ভাবনাময় এ অগ্রযাত্রা এগিয়ে নিতে এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা ও পাচারকৃত অর্থ ফেরত এনে যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সহজ শর্তে ঋনও কর্মসংস্থানের ব্যবস্থা করা।ভোট গণতন্ত্র আইনের শাসনের মান উন্নয়নে আরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ বিশ্বে একটি আত্মমযাদাশীল দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াবে।

হানিফ আরও বলেন,দেশের নানা অসঙ্গতি নিয়ে সবসময় প্রতিবাদ করে থাকি।এরআগেও ঢাকা শহরসহ দেশের জনবহুল স্থানে পাবলিক টয়লেট স্থাপনের আন্দোলন করেছি।২০১৩-১৪সালে দেশে যখন জ্বালাও পোড়াও শুরু হয়েছে।তখন দুই নেতৃত্ব বরাবরে স্বারকলিপি দিয়েছি।

২০১৯সালের মার্চ মাসে ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেতুঁলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করেছি।২০২০সালে সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে ৬৪জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়েছি।

২০২০সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে পদযাত্রা করেছি।২০২১সালে দেশব্যাপী মার্চ ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করছি।একই বছর নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়নের দাবিতে মাথায় ভোটের বাক্স নিয়ে ৬৪জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে স্বারকলিপি দিয়েছি।

এখন ৫০বছর ধরে চলমান দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়ে এ কর্মসূচি শুরু করেছি।এ কর্মসূচিতে দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কমীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আরো খবর: