ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্বজনরা। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুদের মৃত্যুর অভিযোগ ওঠার পর তদন্তে নামে ঔষধ প্রশাসন অধিদফতর। তবে শুরু থেকেই তদন্ত কমিটির কাছে বিষয়টি রহস্যজনক মনে হয়েছিল। অবশেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দুই সন্তানকে বিষপানে হত্যার অভিযোগ ওঠে মা রিমা বেগম ওরফে লিমার বিরুদ্ধে।
পুলিশের দাবি, পরকীয়া প্রেমের জেরে প্রেমিক সফিউল্লার দেওয়া বিষ মাখানো মিষ্টি খাইয়ে দুই সন্তানকে হত্যা করেন লিমা। পুলিশের অধিকতর জিজ্ঞাসাবাদে পরকীয়া প্রেম ও হত্যকাণ্ডের দায় স্বীকার করেছেন লিমা।
পরকীয়া প্রেমের জন্য মা নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় হতবাক দুর্গাপুর গ্রামের বাসিন্দারা । এ ঘটনায় লিমা ও তার প্রেমিক সফিউল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর এলাকা থেকে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেলেও গত তিনদিন ধরে পলাতক রয়েছেন সফিউল্লা। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, দুই শিশু হত্যার ঘটনায় করা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত সফিউল্লাকে গ্রেফতারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন ওরফে সুজন খানের করা মামলায় লিমাকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তবে লিমার প্রেমিক সফিউল্লা পলাতক রয়েছেন। তিনি আগে থেকেই বিবাহিত।