শিরোনাম ::
শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছেন সাংবাদিকরা’

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
‘দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছেন সাংবাদিকরা’


কাবুল, ২১ ফেব্রুয়ারি – আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের ধর্মবিষয়ক নীতি নির্ধারণী অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর বলেছেন, ভিডিও ধারণ ও ছবি তোলার মাধ্যমে সাংবাদিকরা বড় ধরনের পাপ করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে এই কর্মকর্তা আরও বলেছেন, দাড়ি না রেখেও গণমাধ্যমের কর্মীরা পাপ করছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, এই কর্মকর্তা ওই অনুষ্ঠানে বলেছেন, “আপনারা, গণমাধ্যম কর্মীরা, দাড়ি বড় করুন। ছবি তুলে আপনাদের সময় নষ্ট করবেন না। কারণ এটি বড় একটি পাপ। পরকালে, আল্লাহ এসব ছবিতে আপনাদের জীবন প্রদান করতে বলবেন। তখন আপনারা এটি পারবেন না।”

তিনি আরও বলেছেন, “ইসলামে দাড়ি রাখার বিধান রয়েছে। গণমাধ্যম কর্মীদের দাড়ি কাটা বন্ধ করে দেওয়া উচিত।”

“আমাদের আফগান বন্ধুরা অব্যাহতভাবে এই পাপ করে যাচ্ছেন। এছাড়া অধার্মিকতায় তাদের মনোযোগ বেশি। তারা ধর্মীয় ব্যক্তিদের শুধুমাত্র সেসব কথাবার্তাই প্রকাশ করে যেগুলো তারা মনে করে মানুষের ও বিশ্বের জন্য খারাপ। তারা প্রসঙ্গ বাদ দিয়ে দেয় এবং কোনো মন্তব্যের আসল কারণটি বাদ দিয়ে দেয়।” যোগ করেন মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর।

এদিকে এর আগে কান্দাহার প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার।

দখলদার বাহিনীকে হটাতে তৈরি হওয়া তালেবানের জন্ম হয়েছিল এই কান্দাহার প্রদেশে। সেখান থেকে পুরো আফগানিস্তানে বিস্তৃতি লাভ করে ধর্মীয় এ দলটি।

২০২১ সালের ১৫ আগস্ট দখলদার মার্কিন বাহিনীকে হটিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করে তালেবান। এরপর নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়াসহ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয় তারা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: