শিরোনাম ::
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দাঙ্গা-সহিংসতায় অগ্নিগর্ভ ফ্রান্স, নাহেলের দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩
দাঙ্গা-সহিংসতায় অগ্নিগর্ভ ফ্রান্স, নাহেলের দাফন সম্পন্ন


প্যারিস, ০২ জুলাই – ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার জেরে শুরু হওয়া দাঙ্গার পঞ্চম দিনে মার্সেই শহরে ব্যাপক সহিংসতা হয়েছে। রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় দক্ষিণাঞ্চলীয় শহরটিতে অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে রাজধানী প্যারিসে ভারী পুলিশের উপস্থিতির ফলে বিক্ষোভ কিছুটা কমে এসেছে বলে মনে হচ্ছে।

পুলিশের গুলিতে নিহত ১৭ বছর বয়সী কিশোর নাহেলের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শনিবার প্যারিসে ব্যাপক জনসমাগম ঘটে। প্যারিসের শহরতলি নানতেরে এই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার থেকে অনেক ফরাসি শহরে বিশৃঙ্খলা নেমে এসেছে।

একটি টুইট বার্তায়, স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন আইন প্রয়োগকারীদের ‘সংকল্পবদ্ধ পদক্ষেপ’ এর প্রশংসা করেছেন যা একটি ‘শান্ত রাত্রি’ নিয়ে এসেছে।

শনিবার রাতে সারাদেশে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এদিন স্থানীয় সময় ভোর সাড়ে তিনটা পর্যন্ত ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে, শুক্রবার রাতে ১৩০০ এবং বৃহস্পতিবার ৯০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়।

অনলাইনে প্রচারিত ফুটেজে পুলিশকে শহরের লোকজনের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মার্সেইয়ের কেন্দ্রস্থলে লা ক্যানেবিয়েরে সংঘর্ষ চলছে।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঙ্গাবাজ এবং অফিসারদের একটি বড় দলের মধ্যে লড়াই হয়েছে।

প্যারিসের আইকনিক শ্যাম্প-এলিসি বরাবর বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে। বিক্ষোভকারীদের সেখানে জড়ো হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু পুলিশের উপস্থিতি তাদের বেশিরভাগকে দূরে রেখেছে বলে মনে হচ্ছে।

রাজধানীর পুলিশ জানিয়েছে, তারা ১২৬ জনকে গ্রেপ্তার করেছে। প্যারিস অঞ্চলে রাত ৯টার পর থেকে দ্বিতীয় রাতের জন্য সমস্ত বাস এবং ট্রাম বন্ধ করে দেয়া হয়।

ফরাসী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা পর্যবেক্ষণ করতে প্যারিসে জাতীয় পুলিশের কমান্ড কক্ষে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উত্তরাঞ্চলীয় শহর লিলে পুলিশের বিশেষ বাহিনীকে রাস্তায় নামতে দেখা গেছে। বিভিন্ন ছবিতে দমকলকর্মীদের গাড়িতে লাগা আগুন নেভাতে দেখা গেছে।

কর্মকর্তারা স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, লিওঁ শহরে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিস এবং স্ট্রাসবার্গেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে, শনিবার প্যারিসের নতে শহরে স্থানীয় একটি মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হয় কিশোর নাহেলের।

এর আগে গত মঙ্গলবার নানতেরেতে একটি গাড়ি চালিয়ে যাচ্ছিল নাহেল এম। ওই সময় তাকে থামার নির্দেশনা দেয় পুলিশ। গাড়ি থামার পর নাহেলের দিকে এক পুলিশ সদস্যকে পিস্তল তাক করে রাখতে দেখা যায়। তবে নাহেল হঠাৎ করে গাড়ি টান দিলে পুলিশ সদস্য খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ জুলাই ২০২৩





আরো খবর: