জেরুজালেম, ১৮ নভেম্বর – গাজার দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় শনিবার তিনটি ভবনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দক্ষিণ গাজা থেকে বেসামরিকদের সরে যেতে বলার পরই এ হামলা চালায় ইসরায়েল। খবর রয়টার্সের
এর ফলে প্রাণ বাঁচাতে যে লাখ লাখ ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে পালিয়ে গিয়েছিল তাদের এখন আবার উত্তরে ফিরে আসতে হবে। শহরটিতে এখন চরম মানবিক সংকট দেখা দিয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সেখানে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ হাজার শিশু।
সূত্র: সমকাল
আইএ/ ১৮ নভেম্বর ২০২৩