প্রিটোরিয়া, ২৮ নভেম্বর – দক্ষিণ আফ্রিকার একটি প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে খনি কর্তৃপক্ষ।
ইমপালা প্লাটিনামের প্রধান নির্বাহী নিক মুলার একে খনির ইতিহাসের অন্ধকারতম দিন হিসেবে চিহ্নিত করেছেন।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের উপরে তোলা এবং নিচে নামানোর জন্য যে লিফটি ব্যবহার করা হয় সেটি পড়ে গিয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইমপালা প্লাটিনাম। মুলার আরও বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা হবে। এমন ভয়াবহ দুঃসময় আমরা তাদের পাশে থাকতে চাই।
দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার খনিগুলোতে শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সোমবার রাসটেনবার্গে এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে অবস্থিত। চলতি বছরে দক্ষিণ আফ্রিকার খনিতে বিভিন্ন দুর্ঘটনায় ৫৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সূত্র: কালবেলা
আইএ/ ২৮ নভেম্বর ২০২৩