বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, স্বামী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, স্বামী আটক


ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলাকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী ইফতেখার আবেদীন (৩৬) আটক হয়েছেন।


রাজধানীর বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে আটক করা হয়েছে। এর আগে বিকেল চারটার দিকে মেঘলা বনানীতে স্বামীর বাসায় মারা যান। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে। তবে মেঘলা আত্মহত্যা করেছেন বলে দাবি করছে তার শ্বশুরবাড়ির লোকেরা।


মেঘলার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।


মেঘলার সহপাঠী নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, মেঘলাকে কয়েকদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। আজ তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়- তার পরিবার আমাদের এমনটি জানিয়েছে।


সাননিউজ/এমআর




আরো খবর: