রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭ জন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ২৪ জানুয়ারি – দেশে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৩ জন ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশনে ২ জন করে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৪ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

 



আরো খবর: