শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ডিভোর্স ফটোশুট করে আলোচনায় অভিনেত্রী শালিনী

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩


বিয়ে ভাঙা সমাজের চোখে এখনও যেন গর্হিত অপরাধ। আর একজন নারীকে হয়ত ‘ডিভোর্সি’ তকমার কারণে হয়রান হতে হয় সবচেয়ে বেশি। আর সমাজের এই ভাবনাকেই চ্যালেঞ্জ করেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো। যেখানে দেখা গেছে, এক নারী মনের খুশিতে তা উপভোগ করছেন। এই বিশেষ দিনকে স্পেশাল করে রাখতে ফটোশুট করিয়েছেন।

হাতে ‘ডিভোর্স’-এর ফেস্টুন। চোখে-মুখে মুক্তির আস্বাদ। কখনওবা একত্রে তোলা ফোটো ছিড়ে ফেলছেন। কখনও আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তার জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। নেটপাড়ার অনেকেই উৎসুক এই নারীর পরিচয় জানতে। যার সাহস হয়েছে সমাজের নীতি পুলিশদের বানানো নিয়মকে বুড়ো আঙুল দেখাতে।

এই নারীর নাম শালিনী। একজন তামিল টিভি অভিনেত্রী। মুল্লুম মালারুম সিরিয়ালে কাজ করেছেন তিনি। এরপর সুপার মম নামের একটি রিয়েলিটি শোতেও অংশ নেন।

শালিনী ২০১৯ সালে রিয়াজকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েকমাস আগেই শালিনী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। যার পরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

শালিনী ডিভোর্স ফোটোশুটের সঙ্গে ক্যাপশনও জুড়েছিলেন। যা হয়ত ছবির মতো পৌঁছায়নি মানুষের কাছে। এই অভিনেত্রী লিখেছিলেন, একটি খারাপ বিয়ে ছেড়ে বেরিয়ে আসাই সঠিক। কারণ আপনি সুখী থাকার যোগ্য। নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করুন। আপনার ও আপনার সন্তানের জন্য একটি ভালো অবিষ্যত তৈরি করুন। বিবাহবিচ্ছেদ কোনো ব্যর্থতা নয়। এটি আপনার ও আপনার জীবেন ইতিবাচক পরিবর্তন আনার একটি উপায়। বিয়ে থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। আমি এই ছবি উৎসর্গ করছি সব সাহসী নারীদের।

এম ইউ/০৩ মে ২০২৩


আরো খবর: