শিরোনাম ::
মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ড. সজীবকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন গিয়াস উদ্দিন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম গিয়াস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি দোয়াত কলম মার্কার আরেক চেয়ারম্যান প্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীবকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার গিয়াস উদ্দিন তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এসময় তাঁর অনুসারী ও নেতাকর্মীদের দোয়াত কলম প্রতিকের জন্য ভোট করার নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সজীব আমার খুব কাছের ছোট ভাই। পরিচ্ছন্ন রাজনীতির জন্য তাঁর বেশ সুনাম রয়েছে। আমরা একই পরিবারের সদস্যের মতো। তাই আমি তাঁর বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালাম। এছাড়া আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যেসকল প্রার্থী নির্বাচন করতেছেন এরমধ্যে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে আমি আর সজীবের গ্রহণযোগ্যতা অধ্যধিক। তাই আমি চাই সৎ ও যোগ্য নেতৃত্ব উপজেলা পরিষদের ভারটা গ্রহণ করুক।

সন্ত্রাস ও দখলবাজমুক্ত পেকুয়া নির্মাণে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ মনে করে তিনি আরও বলেন, পেকুয়ার মানুষ ভূমি সন্ত্রাস ও মিথ্যা মামলায় বেশ জর্জরিত। এসব অপশাসন থেকে তাঁরা মুক্তি চায়। সজীব পরিবর্তনের এক বার্তা নিয়ে পেকুয়ায় ভোটের মাঠে নেমেছেন। তাঁর এই সংগ্রামে আমিও যুক্ত হলাম। আশাকরি পেকুয়ার মানুষ ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এসময় দোয়াত কলম মার্কার প্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীব, তাঁর বড়ভাই কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেছীসহ দুই প্রার্থীর অনুসারীরা উপস্থিত ছিলেন।

দোয়াত কলম মার্কার প্রার্থী ড. সজীব বলেন, এ নির্বাচন পেকুয়ার মানুষের মুক্তির নির্বাচন। অশুভ শক্তিকে বিদায় দেওয়ার জন্য একটা সংগ্রামে নেমেছি আমরা। গিয়াস উদ্দিন ভাই আজ আমাকে সমর্থন করে এ সংগ্রামে যুক্ত হয়েছেন। তাঁর এ ত্যাগ আমি আমৃত্যু মনে রাখবো। পেকুয়ার মানুষ ২১ মে ভোট যুদ্ধে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের ডাকে সাড়া দিবে। এ যুদ্ধে আমরা দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।
###


আরো খবর: