শিরোনাম ::
রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে’র প্রয়াত তিন সাংবাদিকের পরিবারে ঈদ উপহার পাঠালেন-ইউএনও

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

সাংবাদিকতা করতে গিয়ে চিরতরে বিদায় নিয়েছেন টেকনাফের প্রয়াত তিনজন সাংবাদিক নজির আহমদ সীমান্ত, সাইফুল ইসলাম চৌধুরী ও সালাহ উদ্দিনের পরিবারের কাছে ঈদ উপহার পাঠালেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু।

(আজ) রোববার বিকেল সাড়ে চারটায় টেকনাফ পৌরসভার সাইতংখিলের বাড়িতে খাদ্য সামগ্রীকসহ টেকনাফ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মো এরফানুল হক চৌধুরীর নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং একই সময়ে উপজেলা পরিষদের আরও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪৭জনকে এ উপহার দেওয়া হয়।
২০২১সালে ১নভেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান টেকনাফ প্রেসক্লাবেব সহ-সভাপতি সাংবাদিক নজির আহমদ সীমান্ত(৫২)।তিনি গাজী টিভি,সমকাল ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার টেকনাফ প্রতিনিধি ছিলেন।২০২০সালে ২১মে সকালে হৃদরোগ ও বার্ধক্য জনিত রোগে মুহাম্মদ সালাহ উদ্দিন(৪৬)নিজ বাড়িতে মারা যান।তিনি দৈনিক জনকণ্ঠের টেকনাফ সংবাদদাতা,হ্নীলা হাইস্কুলের ক্রীড়া ও সহকারী শিক্ষক ছিলেন।
২০১৪ সালের ১৬এপ্রিল লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে সাইফুল ইসলাম চৌধুরী (৩৮)মারা যান।তিনি টেকনাফ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক, দৈনিক সাগরদেশ ও দূর্নীতির সন্ধানে পত্রিকার টেকনাফ প্রতিনিধি ছিলেন।উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মো এরফানুল হক চৌধুরীর সঙ্গে দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের সঙ্গে আলাপচারিতায় তিনজন মারা যাওয়া সাংবাদিকের পরিবারের কথাটি উঠে আসে। তারই সূত্র ধরে, কালবিলম্ব না করে ইউএনও কায়সার খসরু মারা যাওয়া তিনজন সাংবাদিকের পরিবারের কাছে পাঠালেন ঈদ উপহার।টেকনাফের কর্মরত আরও ৪৭জন বিভিন্ন গণমাধ্যমে কর্মরতদের হাতে একই ঈদ উপহার তুলে দেন।
প্রয়াত সাংবাদিক সাইফুলের মা খতিজা বেগম (৫৫) ও সাইফুলের ১০বছর বয়সী একমাত্র মেয়ে সাবরিন ইসলামের হাতে ছোলা ২ কেজি,চিনি ১কেজি, সেমাই ২ প্যাকেট, নুডুলস ২ প্যাকেট, দুধ ১ প্যাকেট, পোলাও চাল ১ প্যাকেট হাতে তুলে দেন।
সাইফুলের মা খতিজা বেগম বলেন, আমি একজন সাংবাদিক সাইফুলের মা হিসেবে আজ গর্ববোধ করছি।ইউএনও সাহেব নিজে ঈদ উপহার আমার বাড়িতে পৌছে দিয়েছেন এটি আমার জন্য খুবই আনন্দের বিষয়।নিঃস্বার্থবান সহকর্মী আছে বলেই সাংবাদিকদের পরিবারের কেহ না কেহ খোঁজখবর রাখবে বলে আশা করছি।আমার ছেলেকে স্মরণ করে ঈদ উপহার দিতে আসায় আমরা ইউএনও সাহেবের প্রতি চিরকৃজ্ঞ।
ইউএনও কায়সার খসরু বলেন, প্রয়াত তিনজন টেকনাফে সাংবাদিকের পরিবার রয়েছে সেটি জানা ছিল না।উপজেলা পরিষদের উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।এভাবে সকল অসহায়দের পার্শ্বে দাঁড়ানোর জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি।


আরো খবর: