শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফেও বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ মাঠে গড়িয়েছে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১০ মে, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭(বালক)এর উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এটুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাতটি দল অংশ নিচ্ছেন।

টেকনাফে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ কায়সার খসরুর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসারের সঞালনায়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। আরও উপস্থিত ছিলেন-পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো এমদাদুল চৌধুরী,সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না প্রমুখ।

উদ্ধোধনী খেলায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে সাবরাং ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নিয়ে টেকনাফের দূনাম রয়েছে। অথচ টেকনাফের ছেলে বতমানে ঢাকা ও চট্টগ্রাম মাতিয়ে রেখেছেন সেটির খবরও রাখতে হবে। আসুন আমরা সকলেই মিলে যে যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হয়।


আরো খবর: