কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫ ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল আবুল কাশেমের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত মাস্টার সৈয়দ আহম্মদের ছেলে কাউসারুল ইসলাম (৩২) ও মৃত আফুলতুনের ছেলে মো. জসিম উদ্দিন (৩১)।
এসময় দেহ তল্লাশি করে কাউসারুল ইসলাম (৩২) এবং মো. জসিম উদ্দিন (৩১) নিকট থেকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা জানায়, র্যাব সদস্যরা পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তারা ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।
সংবাদের সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।