টেকনাফে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ এপ্রিল) রাত ১০ টার দিকে টেকনাফ বাস স্ট্যান্ড এলাকায় তেলের ট্যাংকিতে নিয়ে অভিনব কায়দায় পাচারকালে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাইক্রোবাস চালক মোহাম্মদ আলী (৪১), টেকনাফ পৌরসভার মৌলভীপাড়ার মৃত ফজল আহমদের ছেলে।
মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করে ডিবির ওসি সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ বাস স্ট্যান্ড এলাকায় তার নেতৃত্বে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো চ-৫১-৯০০৮) একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মাইক্রোবাসে থাকা ড্রাইভার মো. আলীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে মাইক্রোবাসের তেলের ট্যাংকিতে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা রয়েছে।
পরে স্থানীয় ওয়ার্কসপে তেলের ট্যাংকি খুলে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দশ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করে জব্দ করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।