শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ৭ কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা। তবে এসসময় চোরা কারবারিদের কাউকে আটক করা যায়নি।
রোববার (১৪ আগস্ট) ভোর রাতে টেকনাফের জালিয়ার দ্বীপে নৌকা থেকে এ ভয়ঙ্কর মাদকের চালান উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নৌকায় মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে- গোপন সূত্রে এমন খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধারকৃত আইস ও ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা। সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।


আরো খবর: