বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এসময় একটি কাঠের তৈরি নৌকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোরে টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক দেড় কিলোমিটার উত্তর-পূর্ব দিকে পরিবেশ টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রফিক মায়ানমারের মংডু থানার মুন্নীপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, এক চোরাকারবারিকে একটি প্লাস্টিকের ব্যাগসহ আটক করে বিজিবির টহলরত সদস্যরা। তবে আরও তিন চোরকারবারি অন্ধকারের সুযোগে নাফ নদীর পাশে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে ওই চোরাকারবারির কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতর রাখা ৩০ হাজার ইয়াবা ও কাঠের নৌকা জব্দ করা হয়।


আরো খবর: