মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ১৬এপিবিএন’র অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গ সন্ত্রাসী জাদিদ হোসেন(২৬) কে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সে একাধিক মামলার আসামি বলে জানা যায়।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই সন্ত্রাসী একই ক্যাম্পের সি-১১ব্লকের বাসিন্দা মুসলিমের ছেলে।
এপিবিএন পুলিশের দাবী:গ্রেফতার ঐ রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য একাধিক মামলার পলাতক আসামি জাদিদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র,ডাকাতি একাধিক মামলা রয়েছে


আরো খবর: