কক্সবাজারের টেকনাফে কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল বিদেশী মদ, ২৮০ ক্যান বিদেশী বিয়ার, ১১ কার্টুন বিদেশী সিগারেট ও অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫’র সদস্যরা।
শনিবার (১২ মার্চ) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলো, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার মৃত মুকবুল আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ (৪০) একই এলাকার সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২)। এ সময় সৈয়দ আলম সোনাইয়া (২৮) র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়।
র্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদে খবর আসে- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি চোরাইপথে মায়ানমার হতে বিদেশী মদ, বিয়ার ও সিগারেট বাংলাদেশে এনে মজুদ করেছে। এমন তথ্যে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালায়।
অভিযান চলাকালে হাফেজ আহম্মদ, কামরুন নাহার সোমা আটক করা হয়।
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সোমার স্বামী সৈয়দ আলম সোনাইয়া কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের কাছে থাকা চোরাইপথে মায়ানমার হতে আনা অবৈধ বিদেশী মদ, বিয়ার এবং সিগারেট বের করে দেয়। তাদের কাছ হতে ৫২ বোতল বিদেশী মদ, ২৮০ ক্যান বিদেশী বিয়ার, ১১ কার্টুন এর ভিতরে ৫ হাজার ৫০০ প্যাকেট বিদেশী সিগারেট ও ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।