বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্বামীকে জবাই করে হত্যা করলেন স্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং-২২ নং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবাই করে হত্যা করলেন স্বামীকে।

নিহতের নাম-মোঃ সৈয়দুর রহমান(৩২) । সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং-২২ নং ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা হামিদুর রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে চারটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং- ২২ নং ক্যাম্পের সি-২ ব্লকের নিজ ঘরে এ ঘটনাটি ঘটেছে ।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

এপিবিএন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিছুদিন ধরে তারা স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ শুক্রবার দুপুরের নামাজের পর স্বামীর ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে স্ত্রী সাজেদা বেগম(২৩) ঘরে থাকা দা দিয়ে স্বামীকে জবাই করেন।

স্বামীর আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন জড়ো হলে স্ত্রী পালানোর চেষ্টা করলে অপরাপর রোহিঙ্গারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। মারাত্মক আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রী সাজেদা বেগমকে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা দাটি উদ্ধার করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে ।

আটক সাজেদাকে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার বিজ্ঞ বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।


আরো খবর: