শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে রাইফেলের ২৪০ রাউন্ড গুলি, রকেট বোম্ব ও গ্রেনেডসহ একজন আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক::

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাসসহ মোঃ শফিউল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা টেকনাফের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়ায় একটি বাড়িতে এই সরঞ্জামাদি লুকিয়ে রেখেছিল। ২০ অক্টোবর ভোর ৪টায় টেকনাফ ব্যাটালিয়নের একটি চৌকস দল দ্রুত সেখানে পৌঁছে সন্দেহভাজন বাড়িটিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালায়। অভিযানের সময় সন্দেহভাজন শফিউল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙ্গিনায় বালির নিচে লুকানো অবস্থায় দুইটি ব্যাগের ভিতর থেকে ২৪০ রাউন্ড গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।

আটককৃত শফিউল আলমের বাড়ি শাহপরীরদ্বীপের জালিয়াপাড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মায়ানমার থেকে এই গোলাবারুদ এবং অস্ত্র তিনি অবৈধভাবে এনে নিজের হেফাজতে রেখেছিলেন।

শফিউল আলমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।


আরো খবর: