সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ভুট্টো হত্যাকাণ্ড, র‌্যাবের হাতে গ্রেফতার ৮

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২০ মে, ২০২২

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফের আলোচিত নুরুল হক ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত আট আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (‘ল এন্ড মিডিয়া’) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করন।

এর আগে গত সোমবার (১৬মে) টেকনাফের মৌলভীপাড়া গ্রামে দুর্বৃত্তরা পা কেটে বিচ্ছিন্ন করে নুরুল হক ভুট্টোকে হত্যা করে। নিহত নুরুল টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।

ঘটনার পর হত্যাকাণ্ডের শিকার ভুট্টোর ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-১৫ প্রাথমিক তদন্তপূর্বক আসামি গ্রেফতারের জন্য নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মামলার এজাহারভুক্ত আসামি টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের জাফর আলমের ছেলে সাইফুল ইসলাম (১৯), মৌলভীপাড়া এলাকার মৃত ইউনুস আলমের ছেলে মো. শাকের (২২), একই এলাকার মৃত আবুল কালামের ছেলে রমজান আলী (২৮), রশিদ আহমেদের ছেলে মো. আয়ুব (২২), মো. হাশেমের ছেলে নুর কালাম (২০), আবুল কালামের ছেলে ফরিদ আলম (২০), সাবরাং মন্ডল পাড়া এলাকার হাজী মৃত কবির আহমেদের পুত্র সৈয়দ আলম (৩৫), একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে ঈসমাইলকে (২৮ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা অনুসারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: